/

Malaysia calling visa

Blog Single

মালয়েশিয়া তে ফাইভ এম ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (আরএল ১৩২৭) তৃতীয় ফ্লাইট৤ এই ফ্লাইটে ৩৩ ক‍র্মী দেশটিতে গেল৤ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ক‍‍র্মীদের পাঠানো হয়েছে৤ প্রতিষ্ঠানটির নি‍‍র্বাহী পরিচালক তাসনিয়া মাসুদ জানান, উভয় দেশের মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের স‍‍‍‍র্বোচ্চ আন্তরিক সহযোগিতায় এক মাসের মধ্যে এই ক‍‍র্মীদের সকল কাজ শেষ করে মালয়েশিয়া পাঠানো হয়েছে৤ এতে করে ক‍‍র্মীরাও খুবই খুশি৤ ক‍‍র্মীরা চাইলে সরাসরি  এজেন্সির অফিসে যোগাযোগ করতে পারবেন.

Share this Post:

Related Posts: